POCO F6 Launch Date In India: POCO মোবাইল লাভারদের জন্য সুখবর ভারতের বাজারে খুব শীঘ্রই POCO F6 স্মার্টফোন লঞ্চ হবে, এমনটাই সোনা যাচ্ছে। ফোনটির মধ্যে 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটির মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে 64 মেগাপিক্সেলের একটি দুর্দান্ত ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আসুন বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন গুলি।
সূত্র অনুযায়ী POCO F6 স্মার্টফোনটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে । যদিও অফিসিয়াল কোনোরকম তথ্য কোম্পানি দেয়নি, বাজারে লঞ্চ নিয়ে একটি গুজব ছড়িয়েছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে শক্তিশালী Qualcomm Snapdragon 695 প্রসেসর দেখা যাবে। সাথেই ফোনটিতে চারটি ক্যামেরা সেটআপ রয়েছে ,ফোনটিতে 6.72 ইঞ্চির একটি বড় ডিসপ্লে রয়েছে, সুরক্ষা হিসাবে কর্নিং গরিলা গ্লাস v5 দেওয়া আছে।
POCO F6 Launch Date In India
POCO F6 স্মার্ট ফোনটিতে লঞ্চ করার সময় MediaTek Dimensity 9300 থার্ড জেনারেশন চিপ প্রদর্শন করা হয়েছিল। তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি 16 ডিসেম্বর 2023-এ লঞ্চ হতে পারে বলে এমনটাই আসা করা হচ্ছে। স্মার্টফোনটিতে নতুন অ্যান্ড্রয়েড v 13 এর সাপোর্ট দেখা যাবে। চলুন নতুন POCO স্মার্টফোনের সমস্ত বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই।
POCO F6 Display
ফোনটির মধ্যে 6.72 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1080 x 2400। ফোনটির ডিসপ্লে পাঞ্চ হোল বিশিষ্ট এবং ফোনের পিক্সেল ঘনত্ব 392 ppi, ফোনের ডিসপ্লেতে কোনও বেজেল নেই। ডিসপ্লেটির সুরক্ষার জন্য শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস v5 এর সুরক্ষা রয়েছে। তাহলে এবার ফোনটির ক্যামেরা এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নিই।
Also Watch – Tecno Spark 20C
POCO F6 Camera
POCO F6 স্মার্ট ফোনটিতে পিছনের দিকে চারটি ক্যামেরা দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা 64 MP দ্বিতীয় ক্যামেরা 12 MP, তৃতীয় ক্যামেরা 8 MP এবং চতুর্থ ক্যামেরা 2 MP যা ফোনটিকে অসাধারণ লুক দেয়। সেলফি তোলার জন্য ভিডিও কল করার জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি দারুন সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে, যা 1920×1080 @ 30 fps এ ভিডিও রেকর্ডিং করার ক্ষমতা রাখে। রিয়ার ক্যামেরা ফিচার হিসেবে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন এবং টাচ টু ফোকাস রয়েছে।
POCO F6 Battery & Features
স্মার্টফোনটিতে USB Type-C চার্জার কেবল রয়েছে যা 5000 mAh এর মতো শক্তিশালী লিথিয়াম-পলিমার ব্যাটারিটি চার্জ করা যাবে। ফোনটি চার্জ করার জন্য চার্জরটিতে কত শক্তি রয়েছে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
POCO F6 Specifications
Feature | Specification |
---|---|
RAM | 8 GB |
Processor | Qualcomm Snapdragon 695 |
Rear Camera | 64 MP + 12 MP + 8 MP + 2 MP |
Front Camera | 50 MP |
Battery | 5000 mAh |
Display | 6.72 inches (17.07 cm) |
Launch Date | December 16, 2023 (Unofficial) |
Operating System | Android v12 |
Chipset | Qualcomm Snapdragon 695 |
Graphics | Adreno 619 |
Camera Setup (Rear) | Quad |
Rear Camera Resolutions | 64 MP (Primary), 12 MP, 8 MP, 2 MP |
Camera Setup (Front) | Single |
Front Camera Resolution | 50 MP (Primary) |
Fingerprint Sensor | Yes |
Fingerprint Sensor Position | Side |