Honda SP 160 New Year Offer চকচকে বাইকটি মাত্র 5,999 টাকাতে নিজের বাড়িতে নিয়ে আসুন

Honda SP 160 New Year Offer: ভারতীয় টু হুইলার জগতে হোন্ডা কম্পানি বিরাট জনপ্রিয়তা লাভ করেছে। নতুন বছর শুরু হতে আর বেশি দিন বাকি নেই তাই হোন্ডা মোটরস তাদের সুন্দর সুন্দর বাইকগুলির উপর প্রচুর ছাড় এবং EMI এর সুবিধা প্রদান করছে। নতুন বছরের এই অফারে Honda SP 160 বাইকটিও রয়েছে। এই বাইকটি 162 cc সেগমেন্টের মধ্যে চমৎকার বাইক এই বাইকটি তার সুন্দর পারফরম্যান্স এবং আরামদায়কের জন্য জনপ্রিয়। Honda SP 160 বাইকটির অফার সম্বন্ধিত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে।

Honda SP 160 New Year Offer

হোন্ডা এসপি 160 বাইকটি ভারতীয় বাজারে 1.18 লাখ টাকা থেকে শুরু করে 1.22 লক্ষ টাকায় অন রোড কলকাতায় পাওয়া যায়। নতুন বছরের এই অফারটিতে আপনি যদি বাইকটি কেনেন তাহলে RS 5,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট পেতে পারেন। এছাড়াও আরো অন্যান্য ডিসকাউন্ট এবং বোনাস অফার ডিলারশিপ এর উপর নির্ভর করে দেওয়া হবে. SP 160 বাইকটির মোট ওজন হল 139 kg.

Honda SP 160 New Year Offer

Honda SP 160 EMI Plan

এই বাইকটি কেনার জন্য যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে তাহলে সবথেকে কম EMI প্ল্যানের সাথে ফাইন্যান্স করতে পারেন। এই EMI প্ল্যানেতে 5,999 টাকা ডাউনপেমেন্ট করে বাইকটি নিজের বাড়িতে নিয়ে আসতে পারবেন। আগামী 36 মাস পর্যন্ত আপনাকে 3,545 টাকা করে মাসিক কিস্তি জমা করতে হবে। বাইকটিতে ব্যাংকের ইন্টারেস্ট 9.99 পার্সেন্ট এর থাকতে পারে, এতে করে আপনার মোট ব্যাংকের লোন অ্যামাউন্ট 127,284 টাকা হবে।

Yamaha R3 নাকি TVS Apache RR 310 বাইক লাভারদের মতে কার দম বেশি

Honda SP 160 Engine

Honda SP 160 বাইকটিতে পাওয়ার দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে 162.71 সিসির এয়ার কুল্ড ইঞ্জিন। যেখানে ইঞ্জিনটি থেকে সর্বাধিক 13.46 PS এর পাওয়ার উৎপাদন করতে সক্ষম, SP 160 বাইকটিতে 5 স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। এর সাথেই শক্তিশালী ইঞ্জিনটি থেকে বাইকটির টপ স্পিড 115 kmph পর্যন্ত হবে।

Honda SP 160 engine

Honda SP 160 Features

হোন্ডার এই সুন্দর বাইকটিতে ফিচার এর ব্যাপারে বলতে গেলে এখানে দেওয়া হয়েছে ডিজিটাল এডভান্স ডিসপ্লে। এখানে আপনি পেয়ে যাবেন মাইলেজ, গিয়ার পজিশন, টাইম ইন্ডিকেটর, এছাড়াও ডিজিটাল স্পিডোমিটার, টেকোমিটার, এলইডি হেড লাইট, এলইডি টেল লাইট, ডিজিটাল ইন্সটুমেন্ট ক্লাস্টার এবং অডোমিটারের মতো আধুনিক ফিচার।

Honda SP 160 instument cluster

Honda SP 160 Break & Suspension

হোন্ডার এই দমদার বাইকটিতে সামনের দিকে দেওয়া হয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের দিকে দেওয়া হয়েছে মনোসক সাসপেন এবং বাইকের গতি নিয়ন্ত্রণ করার জন্য সামনের দিকে রয়েছে 276 mm এর ডিস ব্রেক এবং পিছনের দিকে 220 mm এর ডিস ব্রেক।

আরও বিস্তারিত জানার জন্য আপনার কাছের হোন্ডা ডিলারশিপের কাছথেকে জানতে পারেন।

I'm Suhana Khan, I'am a professional blogger and a teacher. I am happy to share new information and it's proud for me. I have 3 years experience of blogging.

Leave a Comment