Upcoming Honda NX500: বিরাট জনপ্রিয় কম্পানি হোন্ডা জাপান থেকে উৎপত্তি হয়েছে। কোম্পানিটি প্রথম থেকেই বাইকের বাজারে নিজেদের নতুন নতুন বাইক, স্কুটি এবং স্পোর্টস বাইক তৈরি করে গ্রাহকদের মন জয় করে নিয়েছে। হোন্ডা কোম্পানি ভারতীয় বাজারে অনেক বাইক এবং স্কুটার লঞ্চ করেছে যা ভারতীয়দের খুবই পছন্দের।
এইসব দিকগুলি লক্ষ্য রেখেই হোন্ডা ভারতে নতুন নতুন বাইক লঞ্চ করে চলেছে। কিছুদিন আগেই একটি খবর পাওয়া গেছে যে 2024 সালে জুলাই মাসে হোন্ডা তাদের Upcoming Honda NX500 বাইকটি লঞ্চ করবে। বাইকটির ফিচার এবং ইঞ্জিন সম্বন্ধিত বিভিন্ন তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আমি আজকে আপনাদের হোন্ডার এই সুন্দর বাইকটি সম্বন্ধে বিস্তারিত জানাবো।
Upcoming Honda NX500 Price in India
হোন্ডা এন এক্স 500 মোটর বাইকের দামের ব্যাপারে যদি বলা হয় ভারতীয় বাজারে এর দাম 7,15,035 লাখ টাকা থেকে 9,00,000 লাখ টাকার মাঝে পাওয়া যাবে। যদিও এই দামটি আনুমানিক, বাইকটির আসল দাম লঞ্চের সময়ে জানা যাবে। পাওয়া তথ্য থেকে জানা গেছে এই বাইকটি Honda CB500 বাইকটির একটি আপগ্রেড ভার্সন। যেটি মার্কেটিং এর জন্য নতুন নামে বাজারে আনা হচ্ছে।
New Year Offer KTM Duke 125 মাত্র এই টাকায় পেয়ে যাবেন স্বপ্নের বাইকটি কিভাবে জানুন
Upcoming Honda NX500 Feature
হোন্ডার এই NX500 বাইকটি সম্পূর্ণ অ্যাডভেঞ্চার করার জন্য বানানো হয়েছে। যেখানে অনেক কিছু নতুন এবং আধুনিক ফিচার আপগ্রেড দেখতে পাওয়া যাবে। এখানে বিশেষভাবে এলইডি ল্যাম্পের সাথে একটি 5 ইঞ্চির টিএফটি স্ক্রিন, সাথে আধুনিক ব্লুটুথ ফিচার দেখতে পাবেন। এর সাথে পাওয়া অন্যান্য ফিচার গুলি লিস্টের মাধ্যমে নিচে দেওয়া হয়েছে।
Specification | Details |
---|---|
Expected Price Range (INR) | ₹7,15,035 – ₹9,00,000 |
Launch Date | July 2024 |
Displacement | 471cc |
Maximum Power Output | 35Kw (47Hp) / 8,600rpm |
Maximum Torque | 43 Nm/6,500rpm |
Engine Type | Liquid-Cooled 4-stroke DOHC Parallel Twin |
Gearbox Type | 6 Speed |
Fuel Tank Capacity | 17.5 LTR |
Mileage | 27.8 KM (3.6 LTR/100km) |
Oil Capacity | 3.2 LTR |
Key Features | Honda RoadSync Connectivity, 12V Socket (Optional) |
Instrument | 5in TFT Meter with customizable layout, Speedometer, Tachometer, Clock, Gear Position, Setup Indicators, Emergency Stop Signal, Low Fuel Signal, Low Oil Signal, GPS Connectivity, etc. |
Frame Type | Steel Diamond |
Kerb Weight | 196 kg |
Colour Options | Matte Gunpowder Black Metallic, Pearl Horizon White, Grand Prix Red |
Brake Type | 2 Channel ABS System |
Suspension | Showa 41mm SFF-BP USD Forks/Rolling Manovit Prolink Mono With Five-stage Preload Adjuster, Steel Hollow Cross Swingarm |
Brakes | Front Dual Disc, Rear Single Disc |
Upcoming Honda NX500 Engine
হোন্ডা NX500 মোটর সাইকেলটিতে লিকুইড কুলিং যুক্ত 471 সিসির BS6 ইঞ্জিন দেখতে পাওয়া যাবে। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ 47Hp ক্ষমতা পাওয়া যাবে 8,600 আর পি এম এ এবং 43Nm টর্ক পাওয়া যাবে 6,500 আরপিএমে। স্পিড বাড়ানোর জন্য এই ইঞ্জিনে দেওয়া হয়েছে 6 স্পিড গিয়ার বক্স যা এই বাইকটিকে প্রতি ঘন্টায় 142 কিলোমিটারের গতি প্রদান করতে সক্ষম। বাইকটি 0 থেকে 100 কিলোমিটার স্পিড তুলতে সময় নেয় মাত্র 5.6 সেকেন্ড।
Honda SP 160 New Year Offer চকচকে বাইকটি মাত্র 5,999 টাকাতে নিজের বাড়িতে নিয়ে আসুন
Upcoming Honda NX500 Mileage
কম্পানির দেওয়া তথ্য থেকে মাইলেজ এর ব্যাপারে বলতে গেলে হোন্ডার এই বাইকটি 27.8 কিলোমিটার প্রতি লিটারে মাইলেজ দিতে সক্ষম। অর্থাৎ 3.6 লিটার পেট্রোলের 100 কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করা যাবে। এর সাথেই বাইকটিতে 17.5 লিটারের ফিউল ক্যাপাসিটি যুক্ত একটি পেট্রোল ট্যাংক দেওয়া হয়েছে। ফিউল ক্যাপাসিটি অনুসারে একবার ফুল ট্রাঙ্ক করলে বাইকটি 470 কিলোমিটার পর্যন্ত খুব সহজেই যেতে পারবে।
Upcoming Honda NX500 Safety Features
অ্যাডভেঞ্চার বাইক হওয়ার সত্বেও সেফটির সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে। বাইকটির সেফটির জন্য দেওয়া হয়েছে আধুনিক কন্ট্রোলিং ফিচার ডুয়েল চ্যানেল আইপিএস ব্রেকিং সিস্টেম, এর সাথেই রয়েছে স্টপ এমার্জেন্সি সিগনাল, লো ফিউল সিগন্যাল, লো অয়েল সিগন্যাল, জিপিএস এবং Bluetooth এর মত আধুনিক সেফটি ফিচারস।
Upcoming Honda NX500 Suspension & Break
বাইকটি আরামদায়ক অনুভব করার জন্য সামনের দিকে সাসপেনশন দেওয়া হয়েছে Showa 41mm SFF-BP USD Forks এবং পিছনের দিকে রয়েছে Rolling Manovit Mono With 5Stage Preload Adjuster, Steel Hollow Cross Swimgarm সাসপেনশন যা বাইকটি Offloading এর জন্য অনেক কম্ফোর্টেবল। ভালো কন্ট্রোলিং এর জন্য দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম যা সামনে এবং পিছনের দুটি চাকাতেই রয়েছে।