হিরো মটো কর্প এর পক্ষ থেকে নতুন বছর শুরু হওয়ার আগেই ডিসেম্বর মাসে বাম্পার অফার চালু করেছে। এই ইয়ার এন্ড অফারে হিরোর ইলেকট্রিক স্কুটার Vida V1 31,000 টাকা পর্যন্ত ছাড়ে সাধারণ মানুষের জন্য উপলব্ধ করেছে। এখানে এক্সচেঞ্জ বোনাস, ক্যাশ-লয়ালটি ডিসকাউন্ট, এবং এক্সটেন্ডেড ব্যাটারি ওয়ারেন্টির সাথে দেওয়া হচ্ছে এই সুবিধাটি। অফারটি 31 ডিসেম্বর পর্যন্ত স্টক শেষ না হওয়া অবধি থাকবে।
Hero Vida V1 Electric Scooter Discount
ইয়ার এন্ড অফার এর জন্য 8,259 টাকা দিয়েই Vida V1 ব্যাটারির ওয়ারেন্টি বাড়ানো যাবে। এছাড়াও থাকবে 6,500 টাকা ক্যাশ ডিসকাউন্ট, 5,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং 7,500 টাকা লয়ালিটি বেনিফিট। আরো ছাড় হিসেবে রয়েছে 2,500 টাকার কর্পোরেট ডিসকাউন্ট এবং 1,125 টাকার সাবক্রিপশন প্ল্যান।
রয়্যাল এনফিল্ডকে টক্কর দিতে মাঠে নামল মাহিন্দ্রা, 875 কোটি টাকা দিল এই সংস্থাকে
যেসব গ্রাহকেরা Vida V1 ইলেকট্রিক স্কুটারটি মাসিক কিস্তির মাধ্যমে বাড়িতে আনতে চাইছেন সেই সব গ্রাহকের জন্য রয়েছে দারুণ সুযোগ। 5.59% ইন্টারেস্ট রেট, জিরো প্রসেসিং ফি এবং মাত্র 2,429 টাকা থেকে ইএমআই শুরু। গ্রাহকদের লোনের সুবিধা পাইয়ে দেবার জন্য একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছে হিরো মটো কর্প, যেমন ধরুন Hero FinCorp, IDFC এবং Ecofy।
Vida V1 Price
Vida V1 স্কুটিটির দাম রাখা হয়েছে 1.26 লক্ষ টাকা থেকে শুরু করে 1.46 লক্ষ টাকা (এক্স-শোরুম)। প্রতি ঘন্টায় 80 কিমি সর্বোচ্চ গতিবেগ তোলা যায়। প্লাস ও প্রো ভ্যারিয়েন্টের সার্টিফায়েড রেঞ্জ যথাক্রমে 143 কিমি ও 165 কিমি। একটি ডিসি চার্জারে 0-80% চার্জ 65 মিনিটেই হয়ে যায়। রয়েছে রিমুভেবল ব্যাটারিও।