Vivo X100 Pro 5G চীনের পর এবার বিশ্বের বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুত Vivo X100। X সিরিজের নতুন স্মার্টফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। ভুলবশত ভিভোর অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ করা একটি পেজের মাধ্যমে এই তথ্য সামনে আসে। এই স্মার্ট ফোনটির প্রথম ভেরিয়েন্ট Vivo X100 এবং দ্বিতীয় ভেরিয়েন্ট Vivo X100 Pro হবে। এই দুটি ফোনই চীনের মার্কেটে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। এই ফোনে MediaTek Dimensity 9300 শক্তিশালী প্রসেসর দেখতে পাওয়া যাবে। তাহলে আসুন এই স্মার্টফোনটি সম্বন্ধে বিস্তারিত জানা যাক।
Vivo X100 Pro 5G Display
ভিভো কোম্পানির তরফ থেকে আসতে থাকা Vivo X100 Pro 5G ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে অনেক চর্চা হয়েছে। এই ফোনটির মধ্যে থাকবে বড় সাইজের 6.78 ইঞ্চির AMOLED ডিসপ্লে যা Bezel-less এর সাথে থাকবে পাঞ্চহোল ডিজাইন। যার রেজুলেশন হবে 1260 x 2800 আর পিক্সেল ডেন্সিটি থাকবে (453ppi) . এছাড়াও ডিসপ্লেটি থাকবে 120Hz এর রিফ্রেশ রেট যার কারণে স্মার্টফোনটি আরো স্মুথ চলবে।
অফারে মাত্র 7,999 টাকায় 50MP ট্রিপল ক্যামেরার সাথে পাওয়া যাচ্ছে Redmi 13C
Vivo X100 Pro 5G Camera
ভিভোর এই স্মার্টফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ক্যামেরাগুলি দারুণ লেভেলের দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির ক্যামেরাগুলি DSLR কে দারুন ভাবে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর 50 মেগাপিক্সেলের টেলি ফটো ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে, সাথে থাকবে 4.3x ডিজিটাল জুম। রয়েছে এলইডি ফ্ল্যাশলাইট, প্রাইমারি ক্যামেরার মাধ্যমে 8K @ 30fps এর ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেলফি তোলার জন্য ও ভিডিও কলিং এর জন্য রয়েছে সামনের দিকে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা লেন্স।
Vivo X100 Pro 5G Processor
Vivo X100 Pro 5G স্মার্টফোনটিতে দারুন প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9300 শক্তিশালী প্রসেসর যা 8 কোর এর মাধ্যমে দমদার পারফরম্যান্স দেবে। এই প্রসেসরটি আগের ভার্সনের থেকে প্রায় 8% বেশি শক্তিশালী।
Samsung Drone Camera Phone বিশ্বকে তাক লাগিয়ে স্যামসাং নিয়ে আসছে ড্রোন ক্যামেরা স্মার্টফোনে
Vivo X100 Pro 5G Battery & Charger
ভিভোর এই দমদার স্মার্টফোনটিতে রয়েছে দারুণ শক্তিশালী ব্যাটারি সাপোর্ট। Vivo X100 Pro 5G স্মার্টফোনটিতে রয়েছে 5400 mAh এর বড় ব্যাটারি USB Type-C Cable এর মাধ্যমে পাওয়া যাবে 100W এর চার্জিং সাপোর্ট। এই ডিভাইসটি 0% থেকে 100% পর্যন্ত সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় 35 মিনিট। সম্পূর্ণ চার্জএর পর ফোনটিকে আপনি 12 ঘন্টা পর্যন্ত লাগাতার ব্যবহার করতে পারবেন।
Vivo X100 Pro 5G Specification
Features | Specifications |
---|---|
Model Name | Vivo X100 Pro 5G |
RAM | 12 GB |
Internal Storage | 256 GB |
GPU/CPU Processor | MediaTek Dimensity 9300, Octa core (3.25 GHz, Single Core + 2.85 GHz, Tri core + 2 GHz, Quad core) |
Battery | 5400 mAh |
Charger | 100W Flash Charging With USB Type-C Cable |
Display Screen | 6.78 inches AMOLED Display 1260×2800 Px, Px Density (453 PPI) 120 Hz Refresh Rate, Bezel-less With Punch-Hole Display |
Rear Camera | 50 MP Wide Angle Primary Camera, 50 MP Ultra Wide Angle Camera, 50 MP Telephoto (4.3x Optical Zoom Camera) 8K @30fps Video Recording Available |
Front Camera | 32 MP Wide Angle Camera |
Flashlight | LED |
SIM Card | Dual |
Supported Network | 5G Supported in India + 4G VoLTE, 3G, 2G |
Fingerprint Lock | Available |
Face Lock | Available |
Colour Option | Star Trail Blue, Sunset Orange, Chen Ye Black & White Moonlight |
Vivo X100 Pro 5G Launch Date in India
ভিভো তার এই স্মার্টফোনটি শুধুমাত্র চীনের বাজারে লঞ্চ করেছে। খুব শীঘ্রই ভিভো তাদের এই স্মার্টফোনটিকে বিশ্বের বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। টেকনোলজি বিশেষজ্ঞদের মত অনুসারে এই ফোনটি কোম্পানির তরফ থেকে 14 ডিসেম্বর গ্লোবাল মার্কেটে লঞ্চ করা যেতে পারে।
Vivo X100 Pro 5G Price in India
ভিভোর স্মার্টফোনটির দাম কত হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক তথ্য সামনে আসেনি। যদিও চীনেতে এই ফোনের আগের ভেরিয়েন্ট Vivo X100 দাম ছিল 3,999 Yuan আর Vivo X100 Pro দাম 4,999 টাকা। এই দুটি ফোনের দাম অনুসারে ভারতে মোটামুটি 45,000 টাকা থেকে 57,000 পর্যন্ত হতে পারে
ভারতের বাজারে ভিভোর এই স্মার্টফোনটি লঞ্চ হলে সরাসরি OnePlus Nord CE 3 5G, Apple iPhone 15 আর Infinix Smart 8 HD সাথে মোকাবিলা দেখা যেতে পারে।