সংস্থার তরফ থেকে iQOO 12 স্মার্টফোনটি প্রথম ভারতের বাজারে 12 ডিসেম্বর এসেছিল। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে 14 ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর মাধ্যমে ভারতে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। কম্পানির থেকে দেওয়া অফারের মাধ্যমে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি নিজের করতে পারেন। ফোনটিতে 6,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে।
এই iQOO 12 স্মার্ট ডিভাইসটির মধ্যে রয়েছে 1.5K ডিসপ্লে প্যানেল, কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট, লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, 5000 এমএএইচ ব্যাটারি এবং ভিসি লিকুইড কুলিং এর মতো আধুনিক ফিচার। বিভিন্ন টেকনোলজি বিশেষজ্ঞদের মতে iQOO 12, ভারতীয় বাজারে থাকা OnePlus 11 এবং Samsung Galaxy S23 FE ফোনের সাথে সরাসরি টক্কর দেবে।
iQOO 12 Price in India & Offer
iQOO তাদের স্মার্টফোনটি ভারতের বাজারে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে আত্মপ্রকাশ করেছে। যার মধ্যে 16 GB র্যাম + 256 GB স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 52,999 টাকা। প্লাস ভেরিয়েন্টটি 16 GB র্যাম + 512 GB স্টোরেজ অপশন 59,999 টাকায় ক্রয় করতে পারবেন। ডিভাইসটির দুটি কালার অপসন রয়েছে লেজেন্ড (হোয়াইট) এবং আলফা (ব্ল্যাক)
সেলের অফার অনুযায়ী HDFC এবং ICICI ব্যাঙ্কের কার্ড ব্যবহারকারীদের জন্য 3,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হবে কম্পানির তরফ থেকে দেওয়া বিক্রয় মূল্যের উপর। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বাধিক 5000 টাকা পর্যন্ত এক্সট্রা ছাড়ের সুবিধা নিতে পারেন। আপনি যদি সংস্থার নিজস্ব প্ল্যাটফর্মের মাধ্যমে ডিভাইসটি ক্রয় করেন তাহলে ফ্লাট 1,000 টাকার ই-স্টোর ভাউচারও পেয়ে যাবেন। আকর্ষণীয় অফার হিসাবে কম্পানি আইকো 12 স্মার্টফোনের সাথে 6 মাসের এক্সট্রা ওয়ারেন্টি অফার করছে।
Lava Yuva 3 Pro মাত্র ৯ হাজার টাকাতে ভারতের বাজারে পা রাখল লাভা
iQOO 12 Specification & Features
iQOO 12 স্মার্টফোনের মধ্যে রয়েছে ফ্লাট ও গ্লসি অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। সাথে রয়েছে আধুনিক 6.78-ইঞ্চির 1.5K (2800×1260 পিক্সেল) 10-বিট LTPO AMOLED ডিসপ্লে। 452 পিপিআই পিক্সেলের ডেনসিটি, 144 Hz রিফ্রেশ রেট, সর্বোচ্চ 2160 Hz PWM ডিমিং এবং 3000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। সামনের ডিসপ্লে ডিজাইনটি পাঞ্চ-হোল স্টাইলের, যার কাটআউটের মধ্যে 16 মেগাপিক্সেলের Samsung S5K3P9 সেলফি স্ন্যাপার অবস্থিত। আবার ফোনটির রিয়ার প্যানেলে থাকা আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ডের মধ্যে তিনটি ক্যামেরা লক্ষ্যণীয়। এই ক্যামেরাগুলি হল – OIS এনাবল 50 মেগাপিক্সেল OmniVision OV50H প্রাইমারি সেন্সর, অটোফোকাস সহ 50 মেগাপিক্সেল Samsung JN1 আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং OIS ও ৩এক্স জুম সমর্থিত 68 মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ সেন্সর
মাল্টিটাস্কিং ও উন্নত পারফরম্যান্স দেওয়ার জন্য iQOO 12 স্মার্টফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে 16 GB LPDDR5x র্যাম এবং 512 GB পর্যন্ত UFS 4.0 স্টোরেজ পাওয়া যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ফানটাচ ওএস 14 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। তদুপরি আইকো ব্র্যান্ডিংয়ের এই ফোন ভিসি লিকুইড কুলিং সিস্টেম এবং আরো উন্নত গেমিং অভিজ্ঞতা প্রদানের জন্য Q1 ডিসপ্লে চিপ সহ এসেছে।
Apple কে ধুলো চাঁটাতে বাজারে আসছে Samsung galaxy S24 Ultra দেখুন বিস্তারিত
এছাড়া এতে – অপটিক্যাল ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, একটি এক্স-এক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর এবং ডুয়াল স্টেরিও স্পিকার সিস্টেম বিদ্যমান। কানেক্টিভিটির জন্য – ডুয়াল সিম স্লট, 5G, ওয়াই-ফাই 7, ব্লুটুথ 5.4, জিএনএসএস, এনএফসি, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অন্তর্ভুক্ত থাকছে। পরিশেষে নবাগত iQOO 12 স্মার্টফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 120 ওয়াট ওয়্যারড চার্জিং সমর্থন করে।